ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

অলিম্পিকে রোমান্টিক প্রস্তাব, নজর কাড়লেন আর্জেন্টিনার অ্যাথলেট যুগল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪

অলিম্পিকে রোমান্টিক প্রস্তাব, নজর কাড়লেন আর্জেন্টিনার অ্যাথলেট যুগল

প্যারিস অলিম্পিক ২০২৪ ইতিমধ্যেই শুরু হয়েছে, ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতা উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খেলোয়াড় প্যারিসে জড়ো হয়েছেন। যদিও একে অপরকে হারানোর উদ্যম খেলাটিতে দেখা যায়, তবে অলিম্পিকে আর্জেন্টিনার যুগলের মধ্যে ভালবাসার কিছু মিষ্টি মুহূর্তও বিশ্ববাসীর নজর কেড়েছে। 

অলিম্পিক গেমসের অফিসিয়াল সাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনার এক অ্যাথলেট রোমান্টিকভাবে সবার সামনে অপর এক অ্যাথলেটকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। পুরুষ ওই অ্যাথলেটের প্রস্তাবে নারী অ্যাথলেট রাজি হওয়ায় তাকে জড়িয়ে ধরে বিষয়টি উদযাপন করছেন দুজনে, যা সামাজিকমাধ্যমে শেয়ার করতেই ভাইরাল হয়েছে। পাবলো সিমোনেট এবং পিলার ক্যাম্পোয়ের মধ্যে প্রেমের গল্পটি ২৪ জুলাই টুইটারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম @The Olympic Games গ্রুপ দ্বারা পোস্ট করা হয়েছিল, এই ক্যাপশন সহ, "প্যারিস ২০২৪ অলিম্পিক ভিলেজে প্রথম বিয়ের প্রস্তাব"। ভিডিওটি ইতিমধ্যেই অসংখ্য লাইক এবং কমেন্ট সংগ্রহ করেছে। একজন এক্স ব্যবহারকারী ওই যুগলকে  অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। অপর এক ব্যক্তি মন্তব্য করেছেন যে ভালোবাসা প্যারিসের বাতাসে ছড়িয়ে পড়েছে। পাবলো সিমোনেট হ্যান্ডবল দলের হয়ে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করবেন।

অন্যদিকে পিলার ক্যাম্পোয়ের হকিতে আর্জেন্টিনার হয়ে লড়বেন। বর্তমানে দুজনেই প্যারিসের অলিম্পিক ভিলেজে অবস্থান করছেন। পাবলো সিমোনেট নিজেও ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন - জীবনে  ভালবাসা অনেকটা  স্বপ্নের মতো। এটিকে বিশেষ করে তোলার জন্য তার বন্ধু এবং  সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন এই অ্যাথলেট।

সূত্র : এনডিটিভি

বার্তাজগৎ২৪

Link copied!