ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

গেন্ডারিয়ায় ফাঁকা বাসায় চুরি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪

গেন্ডারিয়ায় ফাঁকা বাসায় চুরি, গ্রেফতার ২

রাজধানীর গেন্ডারিয়ায় একটি ফাঁকা বাসায় চুরি করার সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মনির হোসেন ও মো. ইব্রাহিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে গেন্ডারিয়ার ডিষ্টিলারি রোডের একটি বাসায় চুরি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার গেন্ডারিয়ার ডিষ্টিলারি রোডের একটি বাড়ির মালিক দিবাগত রাত একটার দিকে তার ছয়তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটের ভিতর শব্দ শুনতে পান। বাড়ির মালিক জানেন যে, ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া স্ব-পরিবারে গ্রামের বাড়িতে গেছেন। তিনি বিষয়টি দ্রুত গেন্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় থানা পুলিশের একাধিক টিম। ফ্ল্যাটের দরজা ভেতর দিক থেকে আটকানো ছিলো। ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাড়াশব্দ না করায় পুলিশ বিল্ডিংয়ের মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার পর দেখা যায় চোরেরা আলমারি ভেঙ্গে সেখানে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা চুরি করছে। এরপর পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা প্রথমে ফাঁকা বাসা রেকি করে। এরপর সুযোগ বুঝে দড়জার তালা ভেঙে বাসার ভিতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দিন তারা ফাঁকা ফ্ল্যাটের মেইন দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

গ্রেফতারকৃতদেরকে বুধবার গেন্ডারিয়া থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাজগৎ২৪

Link copied!