ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৪

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে ইসি

সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরে সম্মেলনটি তাইওয়ানে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ইসি সচিব শফিউল আজিম ও সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ওই সম্মেলনে অংশ নেবেন।

এক সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন অব এশিয়ান ইলেকশন অথরিটিজের (এএইএ) সাধারণ সভায় তারা অংশ নেবেন। এতে সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণকারী দেশগুলো নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নিজেদের চ্যালেঞ্জ ও উপায় নিয়ে পারস্পরিক মতবিনিময় করবেন।

১৯৯৭ সালে পিলিপিন্সের ম্যানিলায় এশিয়ান ইলেকশন কমিশনগুলো এক সেমিনারে এই সংগঠন গঠনের প্রস্তাব পাস হয়। যার পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালে গঠন হয় এএইএ। রাশিয়াসহ এশিয়ার ২০টি দেশের এই সংগঠনের বর্তমান চেয়ার হচ্ছে ভারত। সেপ্টেম্বরের সাধারণ নতুন চেয়ার নির্ধারণ হতে পারে। ভারতের নির্বাচন কমিশনের সহযোগিতায় এএইএ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করে। এছাড়া সদস্য দেশভুক্ত নির্বাচন কমিশনগুলো কর্মকর্তাদের নানা প্রশিক্ষণ দিয়ে থাকে।

বার্তাজগৎ২৪

Link copied!