প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৩, ১৬:৪৮
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ৫৭ সেকেন্ডে ব্যালটে নৌকা প্রতীকে ৪৩টি সিল মারা ছাত্রলীগের সাবেক নেতা আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
আজ চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজাদ হোসেনকে থানায় আনা হয়েছে। তিনি বর্তমানে থানাতেই আছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে গতকাল সকালে গোয়েন্দা পুলিশ-ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে পরিবার।
গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। একটি কেন্দ্রে আজাদের লাগাতার নৌকা প্রতীকে সিল মারার ভিডিও প্রকাশ হয়। ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে বসে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে চলেছেন তিনি। এসময় তার গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলছিল। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে ৪৩টি সিল মারতে দেখা যায়।
মন্তব্য করুন: