bartajogot24@gmail.com শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩, ২৪শে অগ্রহায়ণ ১৪৩০

ভাঙ্গায় সিএনজি উল্টে ২ পুলিশ সদস্য নিহত আহত ৩ 

মনিরুল ইসলাম ফরাজী

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৩, ০৯:২১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে সিএনজি উল্টে ভাঙ্গা হাইওয়ে থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এরা হলেন- পুলিশের নায়েক নাজমুল হোসেন ও কনস্টেবল নাসিরউদ্দিন। এ সময় আরো তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে এই দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, এই ৫ পুলিশ সদস্য একটি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সিএনজি যোগে ফরিদপুর যাওয়ার পথে সিএনজি উল্টে এ দুর্ঘটনা ঘটে।  

আতরা হচ্ছেন- ভাঙ্গা হাইওয়ে থানার কনস্টেবল ইব্রাহিম সরদার, জাকির হোসেন ও মিথোয়াচিং মারমা। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সিএনজি চালক পলাতক রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর