ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ত্রিশালে নজরুল কলেজ গেইট এলাকায় সড়ক দখল, জনদুর্ভোগ চরমে

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪

ত্রিশালে নজরুল কলেজ গেইট এলাকায় সড়ক দখল, জনদুর্ভোগ চরমে

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডের নজরুল কলেজ গেইট এলাকায় ফল ও সবজি বিক্রেতারা অবৈধভাবে সড়ক দখল করে নিয়মিত হাট বসিয়েছেন। সড়কের বেশিরভাগ অংশজুড়ে এই অবৈধ বাজার গড়ে ওঠায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রতিদিন হাজারো সাধারণ মানুষকে প্রচণ্ড ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে, রিকশা, সিএনজি এবং অটোরিকশার অযাচিত দখলে থাকা বাকি সড়কটুকু দূরপাল্লার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে, যা অসুস্থ রোগীদের জন্যও মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া, নজরুল কলেজ গেইট থেকে থানা ও উপজেলা পরিষদে যাওয়ার পথে থানা সংলগ্ন সড়কের দুই পাশও ফুটপাত ব্যবসায়ীদের দ্বারা দখল হয়ে আছে। পাশাপাশি, ফুলবাড়িয়া সিএনজি স্টেশন তাদের সড়ক দখলে রেখেছে, যার ফলে প্রতিদিনের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইভাবে, বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তা-কর্মচারীদেরও কাজে পৌঁছাতে দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবে দিন দিন এই সমস্যা আরও প্রকট হচ্ছে। তারা অভিযোগ করেছেন যে, সড়কের এই দখলদারিত্ব বন্ধ না হলে জনদুর্ভোগের মাত্রা আরও বাড়বে। বাসিন্দারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে সড়ক দখলমুক্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করা যায় এবং এলাকাবাসীর দুর্ভোগের অবসান ঘটে।

বার্তাজগৎ২৪

Link copied!