ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহে নির্বাচনী ডিউটি অবস্থায় বাসের সঙ্গে সংঘর্ষে ঈশ্বরগঞ্জের ইউএনও আহত

ময়মনসিংহে নির্বাচনী ডিউটি অবস্থায় বাসের সঙ্গে সংঘর্ষে  ঈশ্বরগঞ্জের ইউএনও আহত

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স। 

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার  সরকারি গাড়ি। এ ঘটনায় গাড়িতে থাকা ইউএনও আরিফুর রহমান প্রিন্স অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ মে) ভোর পৌনে ৬টায় উপজেলার শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

ইউএনওর দেহরক্ষী আল-আমিন হোসেন বলেন, নির্বাচনী ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও স্যার গুরুতর আহত হন। 

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ফুলপুরের হরিরামপুর নামক এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসটি বেপরোয়া গতিতে আসায় এ দুর্ঘটনা হয়েছে। বাস রেখে চালক পালিয়ে গেছেন। গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে।

বার্তাজগৎ২৪

Link copied!