ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

শার্শায় সরকারি অফিসে যেভাবে অপচয় হচ্ছে বিদ‍্যুৎ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪

শার্শায় সরকারি অফিসে যেভাবে অপচয় হচ্ছে বিদ‍্যুৎ

যশোরের শার্শা উপজেলার সরকারি অফিসে বিরতিহীনভাবে বিদ‍্যুৎ অপচয় হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ প্রশাসনের সকল দপ্তরের অফিস কক্ষগুলোতে বিদ‍্যুৎ এর অপচয় হচ্ছে দেদারসে। প্রতিদিন সরকারি অফিস সকাল ৯টা থেকে খুললেও, অফিসের সাথে ইলেকট্রিক বাল্ব ও ফ‍্যানও চালু করে দেওয়া হয়। অথচ অধিকাংশ অফিস কর্মকর্তা ও কর্মচারিরা আসেন ১০ টার পর থেকে। এই দীর্ঘ এক ঘণ্টা অযথা বিদ‍্যুৎ অপচয় করে থাকেন দায়িত্বহীন কর্মকর্তারা। 

থানা প্রশাসনসহ উপজেলার শিক্ষা অফিস, সমাজসেবা, মৎস্য, বি আর ডি বি, নির্বাচন, ভূমি অফিসসহ প্রশাসনের সকল অফিসে কক্ষ ও এর বারান্দায় বেকার বাল্ব ও ফ‍্যান চলতে দেখা যায়। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দেখা যায় বিদ‍্যুৎ অপচয়ের একই অবস্থা। হাসপাতাল ভবনের কক্ষের ভিতরে ও বারান্দায় কোন ডাক্তার না থাকলেও, লাইট ও ফ‍্যান চলতে দেখা যায়। অফিস সময় শেষ হয়ে গেলেও, গভীর রাত পযর্ন্ত বারান্দায় ফ‍্যান বিরতিহীনভাবে চলতে দেখা যায় নিয়মিত। কোন রোগী বা কোন দর্শনার্থী না থাকলেও এভাবে বিরামহীনভাবে গভীর রাত পযর্ন্ত চলে ফ‍্যান। এই ফ‍্যান সারারাতেও বন্ধ হয় কিনা সন্দেহ  রয়েছে। ফলে বিদ‍্যুৎ অপচয় হচ্ছে নির্বিঘ্নে। ৫০ শয‍্যার এত বড় হাসপাতালে যেন রক্ষণাবেক্ষণের কেউ নেই। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এভাবে প্রতিনিয়ত সরকারি প্রতিষ্ঠানে বিদ‍্যুতের অপচয় হচ্ছে অস্বাভাবিক হারে, আর এর ভূতুড়ে বিল গুনতে হচ্ছে সাধারণ জনগণ ও গ্রাহকের। সরকারি প্রতিষ্ঠানে বিদ‍্যুৎ অপচয়ে লোডশেডিং এর  সময় বেড়ে যায়। ভোগান্তিতে পরে সাধারণ মানুস। সচেতন মহল মনে করেন লোডশেডিং এড়াতে বিদুৎ অপচয় রোধ করা প্রয়োজন।

বার্তাজগৎ২৪

Link copied!