ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আরও কমল স্বার্ণের দাম

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪

আরও কমল স্বার্ণের দাম

দেশের বাজারে স্বার্ণের দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বার্ণের দাম ২ হাজার ৮২২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়ে আজ থেকে স্বর্ণের দাম আর এক দফা কমানো হয়। তবে তার আগে টানা তিন দফা দাম বাড়ানোর পর এখন দুই দফা কমান হলো।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৯৪ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বার্তাজগৎ২৪

Link copied!