ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সদস্যদের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্য চেয়ে এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে।

এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে।

কর অঞ্চল-১৫ সূত্রে জানা গেছে, এস আলমের (সাইফুল আলম) স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা-মা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। অর্থাৎ এস আলমসহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর।

এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, ভাই আবদুল্লাহ হাসান হলেন এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিস, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক। আর এস আলমের মা চেমন আরা বেগম এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের পরিচালক।

১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের এক সপ্তাহের বেশি সময় পর এনবিআরের ফিল্ড অফিস এ উদ্যোগ নিলো।

বার্তাজগৎ২৪

Link copied!