ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ভুয়া ফেসবুক আইডি দিয়ে শিক্ষক নিবন্ধনের প্রশ্নফাঁসের ‘গুজব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৪

ভুয়া ফেসবুক আইডি দিয়ে শিক্ষক নিবন্ধনের প্রশ্নফাঁসের ‘গুজব’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাতে সময়ে সময়ে দেওয়া হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নফাঁসের আপডেটও! বিষয়টি নজরে আসার পর এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘সতর্কবার্তা’ দিয়েছেন ইমরুল কায়েস।

শুক্রবার (১২ জুলাই) দেওয়া সতর্কবার্তায় ‘Engr Nazmul Sarkar’ নামে খোলা একটি আইডির স্ক্রিনশট যুক্ত করেছেন তিনি। তাতে দেখা যায়, আইডির প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা এম এম ইমরুল কায়েসের একটি ছবি ব্যবহার করা হয়েছে।

আইডি থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, ‘বিশেষ আপডেট... ১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে। যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।’

ওই আইডিটি ভুয়া এবং তাতে প্রশ্নফাঁসের যে তথ্য ছড়ানো হয়েছে তা গুজব বলে উল্লেখ করেছেন ইমরুল কায়েস। তিনি লিখেছেন, ‘আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খোলা হয়েছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’

এদিকে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে। আমাদের স্কুল পর্যায়ের পরীক্ষা সুষ্ঠুভাবে আজ সম্পন্ন হয়েছে। আগামীকাল কলেজ পর্যায়ের পরীক্ষা হবে। সেখানেও প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।’

বার্তাজগৎ২৪

Link copied!