ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

তাহসানের বিয়ের খবর, যা করছেন মিথিলা

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫

তাহসানের বিয়ের খবর, যা করছেন মিথিলা

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়েছে। গণমাধ্যমে খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহসান খান।

শনিবার সকালে তাহসান এই খবর নিশ্চিতও করেছেন। তিনি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, হ্যাঁ খবরটা সত্যি। একটা ঘরোয়া আয়োজন হয়েছে। সেখানে এ ছবিগুলো তোলা। তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই।

শনিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাহসান ও রোজার ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।

এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে অন্তর্জালে একটি মিরর সেলফির ডে আপলোড করেছেন। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অন্তর্জালে সে সময় তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন।

২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান।

এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন। কিন্তু কন্যা আইরার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী।

২০১৬-র পরে আর একসঙ্গে কাজ করেননি মিথিলা-তাহসান। ফের ২০২৪-এর জুন মাসে ‘বাজি’ ওয়েব সিরিজ়ে একসঙ্গে দেখা যায় তাদের। আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় তখন। ২০১৬-এর পরে ২০২৪-এ মিথিলা আর তাহসানের দেখা হয়েছে, দর্শক এমন ভাবলেও তা নয়। মিথিলা আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমাদের তো প্রতিদিন কথা হয়।

বার্তাজগৎ২৪

Link copied!