শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক চলচ্চিত্র।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা একটি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যেখানে তিনি জানান, তার নাম ব্যবহার করে অনেক অনলাইন জুয়ার প্রমোশন করা হচ্ছে। যেটার সঙ্গে আদতে তিনি সংশ্লিষ্ট নন। এই অ্যাপের সঙ্গে পূজার নামের কারণে যারা যুক্ত হবেন, তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এই ক্ষতিগ্রস্তের কারণে পূজা চেরীকে দায়ী করা যাবে না।
নিজের ফেসবুক পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া/গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেব। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সঙ্গে আমি দায়ী থাকব না, ধন্যবাদ।’
কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আইনের পরামর্শ নিন আপু।’ ফারুক নামে আরেকজনের ভাষ্য, ‘এদেরকে আইনের আওতায় আনা হোক।’
বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও চলতি বছরে নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অনেক অভিনেত্রী তাদের নাম লিখিয়েছেন। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপ ‘বাবু ৮৮’-এর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত বছরের শেষে দিকে অপু বিশ্বাসের নাম জড়িয়ে অ্যাপটি ব্যাপক প্রচারণাতেও অংশ নেয়। নতুন বছরের শুরুতে অ্যাপটিতে অপু বিশ্বাসের একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।
শুধু অপু বিশ্বাস নয়, ভারতের উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে সঙ্গে জড়িয়ে আছেন অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়া। সাইটটির সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় এই দুই অভিনেত্রীর ছবি। তবে তারকাদের কেউই এসব নিয়ে মুখ খুলতে চাননি।
পূজা চেরী মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূরজাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন-২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন। এখন পর্যন্ত তার ১২টি সিনেমা মুক্তি পেয়েছে। পূজার সর্বশেষ আলোচিত সিনেমা ‘জ্বীন’।
আপনার মতামত লিখুন :