ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

কোরবানি ঈদের কালপুরুষে পুলিশ অফিসার বর্ষণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪

কোরবানি ঈদের কালপুরুষে পুলিশ অফিসার বর্ষণ

ঈদকে কেন্দ্র করে নানা রকম আয়োজন প্রস্তুত। নাটক, সিনেমা গানের পাশাপাশি থাকবে ওটিটিরও অনেক কনটেন্ট। শোনা যাচ্ছে, ঈদ উপলক্ষে চরকি থেকে প্রকাশ হবে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’। তবে এটি আসবে কোরবানি ঈদে।

গেল মার্চে বেশ ঘটা করে একসঙ্গে যাত্রা শুরু করেছিল ফিল্ম সিন্ডিকেট ও চরকি। সেখানে চরকির সিইও রেদওয়ান রনি জানান, আগামী তিন বছর ১০টি ওয়েব সিরিজ চরকির মাধ্যমে দর্শকদের উপহার দেবে ফিল্ম সিন্ডিকেট।

রনি বলেন, ‘যৌথ উদ্যোগে যেকোনো কাজ করলে ফল ভালো আসে। সেই প্রত্যাশায় আমরা ফিল্ম সিন্ডিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এর কারণ হচ্ছে, দেশের পাশাপাশি বিদেশ থেকেও চরকি ভালো কারেন্সি পাচ্ছে। তাই আমাদের কনটেন্টগুলোতে আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ উদ্যোগ। এ ছাড়া শিগগির চরকি চালু হবে নেপাল ও শ্রীলঙ্কায়।’

সেই চুক্তির অংশ হিসেবে নির্মিত হয়েছে কালপুরুষ। এতে খুনখারাবি আছে, রহস্য আছে, সেই রহস্যের অনুসন্ধানও আছে। তবে এখানে স্টাইলটা খানিক ভিন্ন। এতে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

তিনি বলেন, ‘কালপুরুষ একটা রহস্য গল্প। এখানে আমি থানার একজন সিনিয়র এস আই। যার ওপর দায়িত্ব পড়ে একটা রহস্যময় খুনের ঘটনার তদন্তের। পরিচালক দারুণভাবে গল্পটা ক্যামেরার ভাষায় বলার চেষ্টা করেছেন। প্রতিটি চরিত্রকে তিনি গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। এই কাজটা সবার ভালো লাগবে আমার বিশ্বাস।’

এতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন, প্রিয়ন্তী উর্বি, পারভেজ, দীপক সুমনসহ আরও অনেকেই। এর পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সালজার।

এর আগে ফিল্ম সিন্ডিকেট থেকে ঊনলৌকিক, তকদীর, কাইজার, কারাগারের মতো জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ নির্মিত হয়েছে।
 

বার্তাজগৎ২৪

Link copied!