ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

আল্লাহ যাতে ওদের রিযিকের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় : নিলয়

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪

আল্লাহ যাতে ওদের রিযিকের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় : নিলয়

নিলয় আলমগীর ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেতা। বিভিন্ন নাটকে অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিলয়।

সপ্তাহ খানেক আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে পর্যটকশূন্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়ে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের প্রাণী। বিশেষ করে সেখানে অবলা প্রাণিগুলোর জন্য খাদ্যাভাব দেখা দেয়।

সে সময় বিষয়টি নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নিলয় আলমগীরসহ আরও বেশ কিছু তারকারা। এক ফেসবুক পোস্টে সেন্ট মার্টিনের কুকুর বা অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন নিলয়।

এদিকে গত রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ১১ সদস্যের এক প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন পৌঁছায়। বিষয়টি নজরে আসে নিলয়ের।

এক ফেসবুক পোস্টে একটি ভিডিও শেয়ার করেন নিলয়। সেখানে দেখা যায়, কুকুরগুলোর খাবার তৈরি করছে সেই স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। সেখানে ক্যাপশনে নিলয় লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিযিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়।’

বার্তাজগৎ২৪

Link copied!