ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

উর্বশী আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪

উর্বশী আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না

উর্বশী রাউতেলার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি। মাঝেমধ্যেই নেটিজেনদের প্রশ্ন আসে, কবে বিয়ে করবেন উর্বশী? এবার সে প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী।

কিন্তু অভিনেত্রী জানিয়েছেন, সহসাই বিয়ে করতে পারবেন না উর্বশী। অন্তত আগামী আড়াই বছরের জন্য বিয়ের পিড়িতে বসা তার জন্য একেবারে নিষেধই বলা যায়।

সামাজিক মাধ্যমে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে নাকি এ উত্তর দিয়েছিলেন উর্বশী। কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা, উত্তরে উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়।

অভিনেত্রীর কথায়, ‘এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।’

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন উর্বশী।

বার্তাজগৎ২৪

Link copied!