ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪

মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ

দেশের জনপ্রিয় মঞ্চকর্মী শিমূল ইউসুফ। অনুরাগীরা ভালোবেসে তাকে মঞ্চকুসুম নামে সম্মানিত করে থাকেন। একাধারে তিনি শিল্পী, অভিনেত্রী ও অ্যাকটিভিস্ট। ৪ বছর বয়সে কবি সুফিয়া কামালের কোলে বসে শিমূল প্রথম মঞ্চে গান করেন। ৬৭ বছরের জীবনে শিল্পের সঙ্গেই মিশে আছেন তিনি।

বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও গবেষক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর নামে প্রচলিত সম্মাননা পেতে যাচ্ছেন শিমূল ইউসুফ। এই প্রাপ্তিকে তিনি শিল্পের চর্চায় বড় একটি স্বীকৃতি বলে মানছেন।

মুনীর চৌধুরীর শততম জন্মদিন আজ। এ উপলক্ষে মুনীর চৌধুরী সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রাপকদের নাম ঘোষণা করেছে নাট্যদল থিয়েটার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।

শহীদ মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে একজন করে প্রবীণ গুণীকে সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে একজন তরুণ গুণীকে পদক দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৯ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন শিমূল ইউসুফ। এবার তিনি মুনীর চৌধুরী সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার এবং মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।

শিমূল ইউসুফ তার অনুভূতি জানিয়ে বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় চর্চাটাই করে যেতে চেয়েছি। কতোটা পেরেছি সেটা শিল্পের অনুরাগীরাই বিচার করবেন। তবে এই প্রচেষ্টার পথে পথে যেসব প্রাপ্তি ও ভালোবাসা যোগ হয়েছে তা ভিষণ আনন্দের ও প্রেরণা। সেখানে প্রিয় মানুষ শহীদ মুনীর চৌধুরীর স্মরণে প্রদত্ত সম্মাননা প্রাপ্তি বিশেষ প্রেরণার। যারা আমাকে এই সম্মাননার যোগ্য ভেবেছেন তাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।’

বার্তাজগৎ২৪

Link copied!