ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

রাজনীতিতে আসার প্রশ্নে যা বললেন আমিন খান

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪

রাজনীতিতে আসার প্রশ্নে যা বললেন আমিন খান

ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক আমিন খান। রোমান্টিক, অ্যাকশনসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যেই রাজনীতিতে আসা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এই অভিনেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে কথা বললেন আমিন খান।

রাজনীতিতে আসার প্রশ্নে আমিন খান বলেন, ‘রাজনীতিতে নামার কথা কখনো স্বপ্নেও ভাবি না। আমি চলচ্চিত্রে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে পারি কিন্তু বাস্তবে রাজনীতিতে আসার কোনোই সম্ভাবনা নেই। কারণ, বাস্তবে রাজনীতি অনেক কঠিন জায়গা। কেই যদি রাজনীতি করতে চান তাহলে একদম তৃণমূল থেকে রাজনীতি করে একটা পর্যায়ে আসতে হবে। এলাকার ও দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। জনপ্রতিনিধির ওপর সবার আস্থা থাকতে হবে। এর আগে না।’

অভিনয় ও সংগীতশিল্পীর মধ্যেও অনেকে রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন। তাদের কাছে বিশেষ অনুরোধও জানান এই নায়ক। তিনি বলেন, ‘আমাদের সহকর্মী যারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হল- আপনাদের যদি রাজনীতিতে নামার ইচ্ছেই থাকে তাহলে তৃণমূল থেকে রাজনীতি করে আসেন। শিখতে শিখতে ভালো পর্যায়ে আসেন। ১০-২০ বছর সময় দিয়ে নেতৃত্বে আসেন। একদিনে রাজনীতিতে আসলে দেশের মানুষ আপনাদের ঠিকভাবে নেবে না।’

 

 

বার্তাজগৎ২৪

Link copied!