ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

দেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। কয়েকদিনে তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির ফলে জনজীবনে স্বস্তি ফিরেছে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ভ্যাপসা গরমের কারণে ঈদের দিনে অস্বস্তি বাড়তে পারে।

তিনি জানান, ঈদের দিনে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার হওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকাসহ সারাদেশের আকাশ কিছুটা মেঘলা ও গুমোট আবহাওয়া থাকবে।

তরিফুল নেওয়াজ কবির বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ার কারণে গরমে অস্বস্তি অনুভূত হবে। কয়েকদিন এমন অবস্থা থাকার পর চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বুধবার (১০ এপ্রিল) আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়, আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ ছাড়া সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া।

বার্তাজগৎ২৪

Link copied!