ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মিটফোর্ড হাসপাতালে শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪

মিটফোর্ড হাসপাতালে শিশুর শরীরে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রাফা নামের এক শিশুর শরীরে প্রথমবারের মত সফলভাবে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে।

জানা যায়, রাফা জন্মগত বধির ছিল। তার বয়স আড়াই বছর।

সোমবার (১৫ জুলাই) ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. ডি.জি.এম আকাইদুজ্জামান ও প্রোগ্রামের কো- অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর তত্ত্বাবধানে শিশুটির শরীরে ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয়।

এই অপারেশনে সার্জিক্যাল টিমে ছিলেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাকারিয়া সরকার, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাফিউল আলম, সরকারী অধ্যাপক ডা. উৎপল কুমার সরকার, সরকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম মণ্ডল, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল ইসলাম সুমন, সহকারী অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক এবং আবাসিক সার্জন ডা. এম. এম. হাসান আলী।

ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ১৯ টি ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

বার্তাজগৎ২৪

Link copied!