ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

শুক্রবারে মেট্রোরেল চলার বিষয়ে যা বললেন ডিএমটিসিএল এমডি

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৪

শুক্রবারে মেট্রোরেল চলার বিষয়ে যা বললেন ডিএমটিসিএল এমডি

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে মেট্রোরেল শুক্রবারও চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এই বিষয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

মঙ্গলবার (১৪ মে) দুপুর দেড়টায় এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার মেট্রোরেল চলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে আমাদের এখন কোনো পরিকল্পনা নেই। এই ধরনের সিদ্ধান্ত নিলে পরবর্তীতে জানানো হবে।

এই বিষয়ে ডিএমটিসিএলের কোম্পানি  যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় তাহলে কয়েকদিন পরে আমাদের এমডি এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন।

বার্তাজগৎ২৪

Link copied!