bartajogot24@gmail.com রবিবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪, ১২ই ফাল্গুন ১৪৩০

ডেঙ্গুতে আরেক প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৩, ২২:২৮

ছবি : সংগৃহীত

সারাদেশে নতুন করে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এসময়ে ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে ৪০ রোগী এবং রাজধানীতে ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে মারা যাওয়া ব্যক্তিটি রাজধানীর বাসিন্দা। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৭৩ জনে।

তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৯৭৩ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১১ হাজার ১০০ জন।

এ বছর সব মিলিয়ে ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০৩ জন; যার মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৭৯ জনের; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২৪।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর