bartajogot24@gmail.com শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩, ২৪শে অগ্রহায়ণ ১৪৩০

ডেঙ্গুতে মৃত্যু ১৫০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ১৮:৪৯

ছবি : সংগৃহীত
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়ালো ১৪৯৬ জন। নতুন ২৪ ঘণ্টায় রাজধানীতে ৭ জন এবং বাইরের জেলাগুলোতে ৫ জন মারা গেছেন।
 
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ১৪৭০ জন  হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৩১৯ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১১৫১ জন ভর্তি হয়েছেন।
 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর