bartajogot24@gmail.com শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩, ২৪শে অগ্রহায়ণ ১৪৩০

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৪ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২২:২১

ছবি : সংগৃহীত

সারাদেশে নতুন করে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১ হাজার ৫২০ জন মারা গেলেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, গনতুন ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা সিটির ও ১১ জন ঢাকা সিটির বাইরের। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৪৯ জন ও ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৭৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২ লাখ ৮৯ হাজার ৩৯০ জন। মারা গেছেন মোট ১ হাজার ৫২০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৮৫ জন ও ঢাকা সিটির বাইরের ৬৩৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর