প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৩, ১৯:০২
চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লাখের ঘর ছুঁইছুঁই করছে। এরমধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪২৯ রোগী ভর্তি হয়েছেন।
এ সময়ে আটজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ৯৪ জন। আর মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ২৮।
আজ গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে পাঁচ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ৪৫৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন: