bartajogot24@gmail.com রবিবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪, ১২ই ফাল্গুন ১৪৩০

মোবাইলে পানি ঢুকলে কী করবেন, জেনে নিন এখনই 

মনিরুল ইসলাম ফরাজী

প্রকাশিত:
১০ ডিসেম্বার ২০২৩, ১০:৫৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য জিনিসপত্রের মতো এরও নিয়মিত যত্নের প্রয়োজন। বিশেষ করে মোবাইল ফোনটি যদি পানিরোধী না হয় তাহলে ভিজে গেলে নানা সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন ভাবে আমাদের মোবাইল ফোনটিতে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে।

এমনিতেও পানি পড়ে ফোন ভিজে যেতে পারে। সেক্ষেত্রে ফোনের দিকে একটু বাড়তি নজর দেওয়া উচিত।

কতগুলো সহজ উপায় মানলেই ভিজে ফোন শুকনো তো হবেই, সঙ্গে খারাপ হওয়ারও সম্ভাবনা কম থাকবে। তাহলে আর দেরি না করে জেনে নিন এখনই-

ফোন ভিজে গেলে দ্রুত শুকনো ও পরিষ্কার কাপড়ে তা মুছে ফেলুন। যত বেশি পানি লেগে থাকবে তত তাড়াতাড়ি ফোনের অভ্যন্তরীণ অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ ভেজা থাকলে শর্ট সার্কিট হয়ে ফোনটি নষ্ট হয়ে যায়। হারিয়ে যায় সমস্ত ডাটা।

ফোনের ভিতরে পানি ঢুকলেই ফোনের ভিতরে থাকা ব্যাটারি, সিম কার্ড এবং মেমরি কার্ড খুলে ফেলুন। এরপর সেগুলিকে একটি শুকনো কাপড়ে মুছে নিন। পারলে একটু রোদে রাখুন। ২৪ ঘণ্টার মধ্যে ফোনে ব্যাটারি না লাগালেই ভালো।

সাধারণত, যত দ্রুত এই নিয়ম মানবেন, ততই আপনার ফোনটি ঠিক হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে এর পরও যদি আপনার ফোন চালু না হয়, তা হলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর