bartajogot24@gmail.com শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩, ২৪শে অগ্রহায়ণ ১৪৩০

লবণ খাচ্ছেন নাকি প্লাস্টিক?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৩, ২১:২৯

ছবি : সংগৃহীত
 
খাবারের মাধ্যমে আমাদের পেটে প্রতিদিনই প্লাস্টিকের ছোট ছোট কণা প্রবেশ। আরও আশ্চয্যের কথ হচ্ছে, বিষয়টি আমরা জানতেই পারছি না। এমননি গায়ে মাখা ক্রিমেও রয়েছে প্লাস্টি। অন্য অনেক খাবারেও এই প্লাস্টিক; লবণেও।
 
প্লাস্টিক পানিতেও: ড্রেন থেকে সমুদ্রে মিশে যাচ্ছে প্লাস্টিক। বিশেষজ্ঞদের বক্তব্য, সমুদ্রে গিয়ে মেশা প্লাস্টিক ঢুকে যায় জলজ উদ্ভিদে। মাছ সেই উদ্ভিদ খায়। ফলে তাদের শরীরেও পৌঁছে যাচ্ছে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক। ২০১৭ সালে একটি পরীক্ষায় দেখা গেছে, ইন্দোনেশিয়া এবং ক্যালিফোর্নিয়ার বাজারে ২৫ শতাংশ মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের অংশ রয়েছে।
 
জামা নয়, প্লাস্টিক: সুতি নয়, কিন্তু সিন্থেটিক জামায় প্রচুর মাইক্রোপ্লাস্টিক থাকে। কাপড় ধোয়ার সময় সেই প্লাস্টিক জামা থেকে বেরিয়ে ড্রেনের পানিতে গিয়ে মেশে। পরীক্ষা করে দেখা গেছে, ৬ কিলোগ্রাম সিন্থেটিক জামা কাচলে তার থেকে ৭ লাখ প্লাস্টি ফাইবার নির্গত হয়। ড্রেনের পানির মাধ্যমে তা গিয়ে পৌঁছায় সমুদ্রে। বস্তুত, সমুদ্রের পানিতে প্লাস্টিকের মোট পরিমাণের এক তৃতীয়াংই জামা কাপড়ের মাইক্রোপ্লাস্টিক।
 
লবণে: ২০১৭ সালে ইউরোপ, আমেরিকা ও চিনে একটি যৌথ গবেষণা হয়েছিল। তার রিপোর্টে বলা হয়, শুধু মাছ নয়, সমুদ্র উপকূল থেকে সংগৃহীত লবনের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তার কারণও আছে। প্রতি বছর প্রায় ১২ মিলিয়ন প্লাস্টিক আবর্জনা সমুদ্রে গিয়ে মেশে। ফলে উপকূলবর্তী লবণেও তার অংশবিশেষ মিশে যায়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর