ব্রেকআপ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ভক্তরা বলছেন, তিনি এর আগে কখনও এতটা অকপটে নিজের সম্পর্ক প্রসঙ্গে কথা বলেননি ।
বিনোদন জগতে পা রাখার পর থেকেই অনন্যাকে নিয়ে নানাভাবে ট্রোল করা হয়েছে। তাকে পড়তে হয়েছে নানা কটাক্ষের মুখেও।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। অনন্যার জীবনে প্রেম আসা থেকেই শুরু হয়েছিল যেই আলোচনার শুরু।
বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা। কয়েক মাসের ব্যবধানে তাদের বিচ্ছেদের খবরও আসে প্রকাশ্যে। এবার সেই সম্পর্ক ভাঙন নিয়েই খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
‘দ্য রণবীর শো’-তে অভিনেত্রীর তার বিচ্ছেদ প্রসঙ্গে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার সাক্ষাৎকারের সেই ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, অনন্যা তার দুর্বল দিকগুলো নিয়ে কথা বলেছেন।
উপস্থাপকের সঙ্গে কথা বলতে গিয়ে অনন্যা বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে আমার জীবনে ভালোবাসার মানুষের অভাব নেই। আমার বাড়ির সকলে আমাকে খুব ভালোবাসেন। আমি যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করি। আমার টিম আমাকে মনে করিয়ে দেয় যে সবাই আমার বেস্ট ফ্রেন্ড নয়, কিন্তু আমি সবসময় মনে করি যে আমার টিমই আমার ভালো বন্ধু।’
তিনি আরও বলেন, ‘আমি একজন খোলা মনের মানুষ, তাই এটা সত্যিই আমাকে কষ্ট দেয় যখন কেউ বলে, আমার এইসব কথা বেশি শেয়ার করা উচিত নয়। কিন্তু আমি মানুষের মধ্যে ভালোটা দেখতে পছন্দ করি। কিন্তু আপনি কাউকে খুব ভালোবাসলেন আর সে আপনাকে ভালোবাসার বদলে ঠকালো তখন সেটা খুব কষ্ট দেয়।’
আপনার মতামত লিখুন :