বর্তমান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টেকনোক্র্যাট তথা সংসদ সদস্য নন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
তারা আজ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র দাখিল করেছেন।
পদত্যাগ করা মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার; বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় তারা পদত্যাগ করলেন।
একাদশ জাতীয় সংসদের মন্ত্রীসভায় স্থান পাওয়া টেকনোক্র্যাট মন্ত্রীরাও গতবার নির্বাচনের তফসিলের পর পদত্যাগ করেছিলেন।
পদত্যাগ করা তিনজনের মধ্যে দুইজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তারা মন্ত্রী পরিষদ বিভাগে জেনে নেওয়ার কথা বলেন।
এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি।
তিনজনের পদত্যাগপত্র গৃহীত হলে মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ২৩ ও প্রতিমন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ১৮ জনে।
মন্তব্য করুন: