জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসা. খাদিজাতুল কুবরা আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়েই তিনি সরাসরি চলে যান পরীক্ষার হলে।
খাদিজা ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় আজ সকাল নয়টায় কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান। আজ তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল।
তার পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়। কিন্তু তিনি সাড়ে ১১টার দিকে পরীক্ষা হলে প্রবেশ করতে সক্ষম হন। দুই সেমিস্টার লস দিয়ে চতুর্থ সেমিস্টারে পরীক্ষায় বসেছেন তিনি। গ্রেপ্তার হওয়ার এক বছর দুই মাস ২৩ দিন পর তিনি মুক্ত হন খাদিজা।
মুক্তির পর কারাগারের প্রধান ফটকের সামনে খাদিজা বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে। বিনা দোষে প্রায় ১৫ মাস জেল খেটেছি। এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা আমার নেই।’
মন্তব্য করুন: