চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। এর পাশপাশি উত্তপ্ত এই সময়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
২৬ নভেম্বর নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।’
সে পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এই ইসলামি বক্তা, ‘দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
আপনার মতামত লিখুন :