ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

সাত দিনে সিএমপি থেকে ১৫০ কনস্টেবলকে বদলি

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪

সাত দিনে সিএমপি থেকে ১৫০ কনস্টেবলকে বদলি

সাত দিনের ব্যবধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ১৫০ জন কনস্টেবলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কনস্টেবল বদলি করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে গতকাল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এসব কনস্টেবলকে ডিএমপিতে বদলির আদেশ জারি করেন পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-৩ অতিরিক্ত ডিআইজি মাহবুবুল করিম।

জানা গেছে, ডিএমপি থেকে দেশের বিভিন্ন রেঞ্জে গত ১৫ সেপ্টেম্বর একদিনে ১৬টি প্রজ্ঞাপন জারি করে ৬২২জন পুলিশ কনস্টেবল বদলির জারি করেন পুলিশ সদর দপ্তরের উক্ত কর্মকর্তা। এর মধ্যে সিএমপি’র কনস্টেবল রয়েছে ৫৩জন। এর আগে গত ৯ ও ১০ সেপ্টেম্বর একই কর্মকর্তার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে ৫৯ জন কনস্টেবলকে ডিএমপিতে বদলির আদেশ জারি করা হয়। সবশেষ গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিএমপিতে কর্মরত ৩৩ জন কনস্টেবলকে ডিএমপিতে বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া এক কনস্টেবল অভিযোগ করে বলেন, সাত দিনের ব্যবধানে সিএমপি থেকে অন্তত দেড়শ কনস্টেবলকে ডিএমপিতে বদলি করে নিয়ে রাখা হয়েছে রাজারবাগ পুলিশ লাইনে। সেখানে গিয়ে থাকা-খাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা।

হাতে আসা রাজারবাগ পুলিশ লাইনের একটি ভিডিও চিত্রে দেখা যায়, সিএমপি থেকে বদলি হওয়া শতাধিক পুলিশ কনস্টেবল তল্পিতল্পা নিয়ে একটি হলে গাদাগাদি করে অবস্থান করছেন। ওই ভিডিও চিত্রে এক কনস্টেবলকে বলতে শোনা যায়, ‘আসো আসো ডিএমপিতে আসো, চাকরি কি জিনিস ডিএমপিতে আসলে বুঝবা।’ 
      
এদিকে এক সপ্তাহের ব্যবধানে সিএমপি থেকে দেড়শ কনস্টেবল ডিএমপিতে বদলি করার ঘটনায় অনেকের মধ্যে বদলি আতঙ্ক দেখা দিয়েছে। তবে এ প্রসঙ্গে সিএমপির উপকমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘পুলিশের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। দেশে পুলিশের এক ইউনিট থেকে অন্য ইউনিটে বদলির এখতিয়ার সদর দপ্তরের। মূলত সিনিয়রিটির ভিত্তিতে পুলিশ সদস্যের বদলি করা হয়।’

বার্তাজগৎ২৪

Link copied!