ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের থিম সংয়ে কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪

বিপিএলের থিম সংয়ে কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই জড়িত বলে আগে থেকে শোনা যাচ্ছিল। এবার জানা গেল, বিপিএলের থিম সংয়েও তিনি কয়েকটি লাইন লিখেছেন। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

থিম সং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম...(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’বিপিএলের থিম সং ও গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ থিম সংয়ে কয়েকটি লাইন লিখে প্রধান উপদেষ্টার সরাসরি অংশগ্রহণের কথা উল্লেখ করেন আসিফ মাহমুদ, ‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে।’

বার্তাজগৎ২৪

Link copied!