আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং ছোটভাই গোলাম মুহাম্মদ (জিএম) কাদেরের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। একাদশ সংসদ নির্বাচনে ভাবি-দেবর ঐক্যমত হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচন করেছিলেন। তবে এবার নির্বাচনী সম্পর্কে মহাজোটের সঙ্গে বিচ্ছেদ চান দেবর। কিন্তু ভাবির টান রয়েই গেছে; তিনি মহাজোটের হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও এককভাবে ৩০০ আসন নিয়েই নির্বাচন করার প্রস্তুতি নিয়ে রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরপন্থিরা।
আজ জাতীয় পার্টির মহাসচিব মু. মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী নির্বাচনে আমরা মহাজোটের অংশ হয়ে নয় এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করতে চাই।
মহাসচিব বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
সংলাপ বিষয়ে জাপা মহাসচিব বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে; তবে এখনও সময় আছে আলোচনায় বসার।
তিনি আবারও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল।
রওশনপন্থিরা মহাজোটের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠিও দিয়েছে।
মন্তব্য করুন: