bartajogot24@gmail.com শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩, ২৪শে অগ্রহায়ণ ১৪৩০

বুধবার থেকে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ১৭:৪০

ছবি : সংগৃহীত

আন্ন দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হবে মঙ্গলবার ভোরে। এবার ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি।

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামী বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করা হবে।

রিজভী বলেন, যুগপৎ আন্দোলনের শরিক সকল দলকে এ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। কর্মসূচিকে সফল করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর