ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে শিগগির নির্বাচনের সম্ভাবনা নেই: শমসের মবিন

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪

বাংলাদেশে শিগগির নির্বাচনের সম্ভাবনা নেই: শমসের মবিন

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন হয়েছে। গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দেশে শিগগির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলেই জানিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শমসের মবিন চৌধুরী বলেছেন, ভবিষ্যতের নির্বাচন আয়োজনে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের দিকে মনোযোগ দিতে পারে। তাঁর মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা প্রথমে আইনশৃঙ্খলা ও সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হবে।

বৃহস্পতিবার ব্লুমবার্গ টেলিভিশনকে শমসের মবিন চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে থাকতে পারে। কারণ, তারা যে সাংবিধানিক পরিবর্তনগুলো আনবে, তা করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারপর অনুষ্ঠিত হবে নির্বাচন। এই সরকার অন্তত পক্ষে কয়েক বছর থাকবে।’

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এরই মধ্যে দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি, যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তখন সেখানে কারচুপি ঘটনা ঘটে। গত তিনটি নির্বাচন তারই বহিঃপ্রকাশ ঘটেছে।’ এই অবস্থায় সরকারের প্রধান কাজ হবে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা যাতে তা অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয় এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পরিচালনা নিশ্চিত করার একমাত্র উপায়।’

বার্তাজগৎ২৪

Link copied!