ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ডাম্বুলার বিদেশি আইকন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৪

ডাম্বুলার বিদেশি আইকন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে ঘোষণা করেছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্স।

সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অফিসিয়াল পেজে বাংলাদেশ ও চেন্নাইয়ের জার্সি পরিহিত ছবি পোস্ট করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‍‍`ফিজ এলার্ট! গর্বের সঙ্গে ডাম্বুলা থান্ডার্স মোস্তাফিজুর রহমানকে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। বিদ্যুতের গতি আর অপ্রতিরোধ্য আবেগ নিয়ে গর্জন করতে প্রস্তুত হোন, থান্ডারস ভক্তরা!’

চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন মোস্তাফিজ। ৯ ম্যাচে শিকার করেন ১৪ উইকেট। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকে। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে ডেকে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে শেষ করতে পারেননি আইপিএলের চলতি আসর।

জিম্বাবুয়ের বিপক্ষেও ফর্ম ধরে রাখেন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচের একাদশে ছিলেন বা হাতি এ পেসার। ৩ উইকেটে নিয়ে হন ম্যাচসেরা। এবার এলপিএল মাতানোর সুযোগ কাটার মাস্টারের সামনে।

বার্তাজগৎ২৪

Link copied!