ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

সাকিবকে নিয়ে ‘গুজবের’ কারণে খেপলেন শিশির

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪

সাকিবকে নিয়ে ‘গুজবের’ কারণে খেপলেন শিশির

সাকিব আল হাসানের পাশে সব সময়ই ঢাল হয়ে দাঁড়ান তাঁর স্ত্রী উম্মে আল হাসান শিশির। সাকিবকে নিয়ে কোনো সমালোচনা হলে সামাজিক মাধ্যমে সরব হতে দেখা যায় শিশিরকে। এবার স্বামীকে নিয়ে গুজবের তীব্র প্রতিবাদ জানালেন শিশির।

সাকিবের সাম্প্রতিক বিদেশ সফরের সময় অচেনা নারীর সঙ্গে কফিশপে বসে থাকার ছবি ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে যখন বিভিন্ন কথাবার্তা চাউর হয়েছে, তখন আর চুপ করে বসে থাকেননি শিশির। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের স্ত্রী আজ সকালে এক পোস্টে লিখেছেন, ‘তিনি (সাকিব) বাইরে থাকলে কী করেন, সে ব্যাপারে আমি সব কিছুই জানি এবং অধিকাংশ সময় তাঁর সঙ্গে থাকি। ১৩ বছর আগে জীবন সঙ্গী হিসেবে যেভাবে পেয়েছিলাম, এখনো তেমনই আছে। তিনি ১০০ তে ১০০ এবং আলহামদুলিল্লাহ আমাদের পরিবার অনেক সুখী। তাই অনলাইনে এমন গুজব প্রচার করা বন্ধ করুন। সামাজিক মাধ্যমে যা হয় তা সব সময় বিশ্বাস করবেন না। কাট পেস্ট করে ছবি বসানোর মাধ্যমে পুরো গল্পটা জানা যায় না। যারা এসব করছেন, তাদের বলে দিচ্ছি এতে আপনাদের বিন্দু পরিমাণ লাভ হবে না।’

আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক মাস ধারাবাহিক পারফরম্যান্স নেই সাকিবের। বিবর্ণ পারফরম্যান্সের পাশাপাশি নানা কারণে তিনি আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম সমালোচনা, বিদ্রুপ করা হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিয়ে। কোনো কিছুই যেন মাত্রা ছাড়িয়ে না যায়, সে ব্যাপারে হুঁশিয়ারি করেছেন শিশির, ‘তার (সাকিব) ক্যারিয়ার ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়ে আপনাদের মত থাকতে পারে। আমি সেটা অস্বীকার করছি না। প্রত্যেকের স্বাধীনতা আছে। তাকে নিয়ে যেমন খুশি সমালোচনা করতে পারেন। তবে আমাদের সম্পর্কের ব্যাপারে সেটা নিয়ে তালগোল পাকাবেন না। তিনি ভালো একজন স্বামী ও বাবা। সব সময় আমার প্রতি সৎ ও অনুগত। আমি কষ্ট পাই এমন কিছু সে করবে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সাকিব এরই মধ্যে পাকিস্তান চলে গেছেন। শিশির বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করি না। চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্যটা আমার মধ্যেই ছিল। তবে অযাচিত কল এবং বার্তার কারণে সেটা আমি স্পষ্ট করে বোঝাতে চেয়েছি। তার (সাকিব) এখন পাকিস্তান সিরিজ নিয়ে মনোযোগী হতে হবে। আমি আমার পরিবারের দিকে খেয়াল রাখব। কারণ আমরা একটা দল হিসেবেই আছি এবং ইনশা আল্লাহ দল হিসেবেই থাকব।’

বার্তাজগৎ২৪

Link copied!