ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪

এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা

দেশজুড়ে চলমান কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন ক্রিকেটারদের স্ত্রীরা। এর আগে বেশ কয়েকজন ক্রিকেটারকে দেশজুড়ে অস্থিরতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। এবার মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত’র স্ত্রীও সরব হয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে।

দুটি প্রার্থনার ইমোজি দিয়ে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মিস্টি লিখেছেন, ‘পাখির মতো মানুষ মারা হচ্ছে, এ কেমন দেশ! আল্লাহ আপনি একমাত্র উত্তম পরিকল্পনাকারী, সাহায্যকারী। সব সন্তানদের তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিন।’

মিরাজের স্ত্রী রাবেয়া প্রীতি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে চলমান কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাবার একটি মন্তব্য লেখা। যেখানে তিনি আর্তনাদ করে বলেছিলেন, ‘আর কে চাল কিনে দেবে? টিউশনের টাকা না পাঠালে তো বাসায় না খেয়ে থাকতে হতো।’

রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি কোটা আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল ব্যবহৃত হ্যাশট্যাগগুলো পোস্ট করেছেন।

শান্ত’র স্ত্রী সাবরিনা সুলতানা রত্না একটি ছবি শেয়ার দিয়েছেন। যেখানে লেখা ‘সেভ আওয়ার স্টুডেন্টস।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশ ও সরকারী অঙ্গ সংগঠনগুলোর। যদিও এসব সংঘাতে নিহত ও আহতের সুস্পষ্ট সংখ্যা জানা যাচ্ছে না। এখন পর্যন্ত কমপক্ষে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

বার্তাজগৎ২৪

Link copied!