ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন করতে চায় না ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪

বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন করতে চায় না ভারত

অক্টোবরেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বিকল্পের তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে ভারতের কাছে দেওয়া প্রস্তাবে সাড়া পায়নি আইসিসি। বিসিসিআই জানিয়ে দিয়েছে, ২০২৪ সালের এই আসরটির আয়োজক হতে চায় না ভারত।

মেয়েদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় আইসিসি এই আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবতে হচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

বিসিসিআইর সচিব জয় শাহ জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, বিশ্বকাপ আমরা আয়োজন করতে পারব কিনা তারা (আইসিসি) জানতে চেয়েছিল। আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, না। আমরা বর্ষাকালে আছি, তার ওপর আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক আমরা। টানা দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই, এমন কোনো ইঙ্গিত দিতে চাই না।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মেয়েদের আসন্ন বিশ্বকাপ আয়োজন হবে বলে জানা গেছে। ১০ দল নিয়ে অক্টোবরের ৩ তারিখ থেকে বৈশ্বিক এই প্রতিযোগিতা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ভেন্যু নিয়ে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে চলতি মাসের ২০ তারিখ।

মেয়েদের ক্রিকেটে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার সুখবরই তখন পেতে চাইবে বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালে এদেশে মেয়েদের টি-টোয়েন্টির বৈশ্বিক আসর বসেছিল। ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।

বার্তাজগৎ২৪

Link copied!