আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ভারতের ব্যাটিংয়ের পুরো ইনিংস ছুয়ে গেল রোমাঞ্চ। বিশ্বকাপজুড়ে রোহিত শর্মা যেমন করেছেন, আজও করলেন। থাকলো কেবল ইনিংস বড় না খেলার আফসোস।
অস্ট্রেলিয়ার বোলারদের তোপ সামলে দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছিল বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি।
কিন্তু প্যাট কামিন্স কথা রাখলেন এরপর। স্তব্ধ করলেন আহমেদাবাদের লাখো সমর্থকদের। পরে স্বাগতিকদের হতাশ করেন রাহুল, সূর্যকুমার যাদবরাও। পুরো বিশ্বকাপজুড়ে অপ্রতিরোধ্য ভারতের ব্যাটিং ফাইনালে এসে আড়াইশ রানও করতে পারেনি। রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে সব উইকেট হারিয়ে ২৪১ রানের লক্ষ্য দিয়েছেন রোহিত-কোহলিরা।
মন্তব্য করুন: