ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

এবার ওমান মিশন মেয়েদের

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪

এবার ওমান মিশন মেয়েদের

চীনকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ যুব দল, মেয়েরা সেই চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করতে যাচ্ছেন বুধবার বিকেলে ওমানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল, বৃহস্পতিবার সকালে দেশে ফিরছে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা ছেলেরা।

ভারত-পকিস্তান ফাইনাল দিয়ে ছেলের আসর শেষ হবে বৃহস্পতিবার। বাংলাদেশ-চীন ম্যাচ দিয়ে মেয়েদের আসর শুরু হবে ডিসেম্বর। ছেলেদের মতো মেয়েদের বিভাগেও অংশ নিচ্ছে ১০ দেশ। এখান থেকে শীর্ষ দল উঠবে জুনিয়র বিশ্বকাপে। আগামী বছর এই বিশ্বকাপ হবে চিলিতে।

বার্তাজগৎ২৪

Link copied!