টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতক হাঁকালেন উরভি প্যাটেল। মাত্র ১ বলের জন্য হলো না টি-টোয়েন্টির রেকর্ডগড়া সেঞ্চুরি।
তবে ভারতীয়দের হিসেবে ঠিকই দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন উরভি প্যাটেল। পেছনে ফেলেছেন ঋশাভ পান্তের গড়া রেকর্ড। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গুজরাটের হয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। প্রতিপক্ষ ত্রিপুরার বোলারদের বিপক্ষে ৩৫ বলে তার ইনিংস থেমেছে ১১৩ রানে।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে উরভির এমন মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে ১০.২ ওভারেই ম্যাচ জিতে নেয় গুজরাট। চলতি বছরের জুনে সাইপ্রাসের বিপক্ষে সাহিল চৌহানের সেঞ্চুরি ছিল ২৭ বলে। আর আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সেঞ্চুরি করতে উরভি খেলেছেন ২৮ বল। ভেঙেছেন ঋষাভ পান্তের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
আপনার মতামত লিখুন :