ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ম্যানহোলে নেমে ময়লা পরিষ্কার করলেন কাউন্সিলর

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪

ম্যানহোলে নেমে ময়লা পরিষ্কার করলেন কাউন্সিলর

ময়লা জমে পানি আটকে থাকা ম্যানহোলে নেমে পরিষ্কার করেছেন এক কাউন্সিলর। এ সময় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন পৌর করপোরেশনের কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সমাধান না হওয়ায় এ কাজে তিনি বাধ্য হয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেবেন্দ্র রাঠোর নামে ওই ব্যক্তি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি গত মঙ্গলবার শহরের বিড়লা নগরের ওই ম্যানহোল পরিষ্কার করেন।

তবে তিনি কাজটি শুরু করলেও পরে পৌর করপোরেশনের দল ঘটনাস্থলে পৌঁছে বাকি কাজ করে। দলটি বুধবারও পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত রাখে বলে জানিয়েছে এনডিটিভি।

এ বিষয়ে দেবেন্দ্র রাঠোর বলেন, ওই ম্যানহোল দিয়ে পানি সরছিল না। মানুষের বাড়িতে পানি ঢুকে গিয়েছিল। লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ। বেশ কয়েকবার মেয়রকে অনুরোধ করেও সমাধান হয়নি। তাই আমিই নিজেই পরিষ্কারে নামি।

তিনি আরও বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাকে সে মূল্য দিতে হবে। আমি কাজ শুরু করায় করপোরেশনের লোকজন আসে। এ প্রেক্ষিতেই তারা পরিষ্কারকাজ করে।

তবে গোয়ালিয়রের অতিরিক্ত কমিশনার মুনিশ সিং সিকারওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেন, ম্যানহোল সংক্রান্ত সমস্যা পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধান করা হয়। সেখানেও করপোরেশনের মাধ্যমেই কাজ করা হচ্ছে।

এ কর্মকর্তা আরও বলেন, যদি ওই ম্যানহোলের খবর পেতেন তবে তা তাৎক্ষণিক পরিষ্কার করা হতো।

বার্তাজগৎ২৪

Link copied!